জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বলেন, পিন্টুর সাথে আমার পরিবারের ভালো সম্পর্ক ছিল।
পিন্টুকে নিয়ে রাজশাহীবাসী অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু সৃষ্টিকর্তার কাছে জিনিস আর তো ধরে রাখা যায় না। তাকে নিয়ে রাজশাহীর রাজনীতী সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু আর হলো না। পিন্টু মানুষকে একত্রিত করে সুন্দর বক্তৃতা দিতে পারতো।
বর্তমান সময়ে রাজনীতির অসুস্থ প্রতিযোগিতায় শুরু হয়েছে।,সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে চাই। কিন্তু পিন্টু ব্যতিক্রম ছিল। আমি পিন্টুর পরিবারের সাথে ছিলাম, আছি এবং থাকবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, পিন্টু কেমন ছিলেন তা বোঝা যায় তার জানাজায়। রাজশাহীতে তার জানাজায় এতো লোকের সমাগম আমার জীবনে আর দেখিনি। তার মূত্যতে আমরা অনেককিছু হারিয়েছি। রাজশাহী অঞ্চলের মানুষ লিটনের হাত ধরে অনেকদূর এগিয়ে যাচ্ছি। আমি পিন্টুর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, পিন্টুর সাথে আমার একসাথে পথচলা। পিন্টুর মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমি ছিলাম। পিন্টুর স্বরনে আমি একটি স্বরণিকা প্রকাশ করব। আপনারা সার্বিক সহযোগিতা করবেন।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য,শিক্ষক,বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান এবং সাবেক নেতা-কর্মী, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পাচঁ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর