সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বইমেলা, ক্লাব ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন সমূহের জোট ঐক্যমঞ্চের আয়োজনে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জানা যায়, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় থাকছে বিভিন্ন বইয়ের ২০টি স্টল। এবং এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে 'এএনএইচ গ্রুপ'।
ঐক্যমঞ্চের সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই ঐক্যমঞ্চ এই আয়োজন করছে।’
এমআই