সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনসমূহের জোট ঐক্যমঞ্চের আয়োজনে এবং ‘এএনএইচ গ্রুপের’ পৃষ্ঠপোষকতায় অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিন এবং ইবি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি রুমি নোমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্যসহ অন্যান্য অতিথিরা মেলায় স্টলসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ফেব্রুয়ারি মাস আমাদের বাংলা ভাষার সাথে সম্পর্কিত। এইমাসে বইমেলার মতো আয়োজন আমাদের বাঙালি সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করবে।
ঐক্যমঞ্চের সদস্য সচিব এস.এ.এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই এই আয়োজন করা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনসমূহের সর্বমোট বিশটি স্টল স্থান পেয়েছে।
এমআই