স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে মাঠে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল যেখানে বন্দরনগরীর দলটিকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিব আল হাসানদের বিপক্ষে ফাইনালে ওঠার এ লড়াইয়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
কুমিল্লা এবং রংপুরের এই ম্যাচে জয়ী দল সরাসরি চল যাবে ফাইনালে। পরাজিত দল অবশ্য আরও একটি সুযোগ পাবে ফাইনালের টিকিট নিশ্চিত করার, খেলতে হবে আজ এলিমিনেটর ম্যাচে জয়ী দল বরিশালের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
এবারের বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। রাউন্ড রবিন লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা প্লে-অফ নিশ্চিত করে দুইয়ে থেকে।
রংপুর রাইডার্স একাদশ:
কাজী নু্রুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, মোহাম্মদ নবী, জিমি নিশাম ও ফজল হক ফারুকি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিক হাসান, তানভীর ইসলাম, রোহানত দৌল্যা বর্ষণ, সুনীল নারিন, মঈন আলী, জনসন চার্লস ও আন্দ্রে রাসেল
এমআই