খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু রাংকুট তীর্থস্থান পরিদর্শন করেছেন।
এসময় তিনি প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ঢাকা থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট একরামুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, প্যানেল চেয়ারম্যান কুদরত উল্লাহ সিকদার, কক্সবাজার পৌরসভা যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ ইমরান প্রমুখ নেতৃবৃন্দ ফুলেল স্বাগত জানান।
সন্ধ্যা ৬ টায় তিনি আইকনিক রেলস্টেশন ও সাড়ে ৭ টায় রাংকুট তীর্থস্থান পরিদর্শনে যান।
সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি‘র নেতৃত্বে একটি বিদেশী কুটনৈতিক টিম মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) রামু রাংকুট তীর্থস্থান পরিদর্শন করবেন।
তাঁদের এ সফরকে সফল করতে কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উক্ত স্থানগুলো পরিদর্শন করেন।
সময় জার্নাল/এলআর