ক্রীড়া প্রতিবেদক:
অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং এবং পেস বোলিং কোচের নাম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়ে দিয়েছে, টাইগারদের ব্যাটিং কোচ হলেন ইংল্যান্ড বংশোদ্ভূত বারমুডার সাবেক ক্রিকেটার ডেভিড হ্যাম্প এবং পেস বোলিং কোচ হলেন সাবেক নিউজিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামস।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ এবং পেস বোলিং কোচের নাম দু’একদিনের মধ্যে ঘোষণা হবে- এটা অনেকটাই অনুমিত ছিল। কারণ, বিসিবি থেকেই বলা হয়েছিলো দ্রুততম সময়ের মধ্যে নাম ঘোষণা হবে।
তবে আলোচনায় ছিল বেশ কয়েকটি নাম। এর মধ্যে কে হবেন ব্যাটিং কোচ এবং কে হবেন পেস বোলিং কোচ, তা নিয়েই ছিল গুঞ্জন। অনেকেই বলছিলেন স্টুয়ার্ট ল’ই হতে পারেন ব্যাটিং কোচ। এ নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। অনেকেই স্টুয়ার্ট ল’কেই ব্যাটিং কোচ বানিয়ে দিয়েছিলেন।
যদিও আগে থেকে জানিয়েছে, স্টুয়ার্ট ল ব্যাটিং কোচ হচ্ছেন না। শেষ পর্যন্ত সেটাই হলো। এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড হ্যাম্পকেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হলো।
এমআই