বুধবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৪
মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) "প্রেজেন্টেশন প্রো" কর্তৃক আয়োজিত 'প্রেজেন্টেশন হ্যাকস ২.০' এর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এটি।
১২ দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন দক্ষতা সম্পর্কিত বিভিন্ন স্কিল যেমন, স্লাইড মেকিং, আইডিয়া জেনারেশন, পাবলিক স্পিকিং ইত্যাদির উপর প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিলো। প্রতিযোগিতায় ১৭ টিম তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে এবং ৭ টি টিম ফাইনালে অংশগ্রহন করে।
ফাইনাল পর্বের বিচারকবৃন্ধ হলেন নাহিদ হাসান, সিনিয়র টেরিটরি ম্যানেজার, মেরিকো বাংলাদেশ লি: এবং জনাব আবদুল্লাহ আল কায়সার, অপারেশন হেড, লিড বাংলাদেশ।
প্রেজেন্টেশন হ্যাকস ২.০ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাতুল, মিথিলা, ইউশা এবং কারিনার টিম নং ১৫। এছাড়া ১ম রানার আপ ও ২য় রানার আপ হয় যথাক্রমে টিম নং ১৩ ও টিম নং ১৪।
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট তাসমিয়া মোস্তফা, বলেন, 'আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ টা দেওয়ার। চেয়েছি যেনো প্রেজেন্টেশন নিয়ে ভীতি কেঁটে যাক। তাই ৩ টি ওয়ার্কশপ এর পরিবর্তে ৫টি ওয়ার্কশপ সেশনের ব্যবস্থা করেছি।সামনেও একটি করার ইচ্ছা রয়েছে।'
এছাড়া পুরো আয়োজনে অভূতপূর্ণ অবদানের জন্য সেরা অর্গানাইজার হন মো আবদুল কুদ্দুস। পরিশেষে ক্লাবের প্রেসিডেন্ট তাসমিয়া মোস্তফা, বিজয়ীদের অভিবাদন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ
জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সময় জার্নাল/এলআর