বুধবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৪
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একমাত্র নাট্য সংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’ এর সপ্তদশ কর্মপর্ষদ কমিটি গঠন করা হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আমিন পিয়াস সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহির আল মুজাহিদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী, সাবেক নাট্যকর্মী ও থিয়েটারের সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের অনুমোদনক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।
১৮ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শেখ ফারহা শারমিন বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক কুলছুম আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুজ্জামান নিশান, অর্থ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সহ-অর্থ সম্পাদক আর্য পাল, দপ্তর সম্পাদক সাইফুন্নাহার লাকী, উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক হাসেম আহমেদ, উপ-প্রচার সম্পাদক সোহরাব হোসেন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিয়ামুল ফারাবী
এছাড়া কার্যনির্বাহি সদস্য হিসেবে রয়েছেন মোবারক হোসেন আশিক, লোকমান শাকিল, সূচনা ত্রিপুরা, আবির হোসেন আদনান, জসিংথুই মারমা ও তাওহিদ তালুকদার।
এমআই