বুধবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৪
তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির বেসিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফাইজুর রহমান, সাবেক সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, এশিয়ান টেলিভিশনের নিউজ এডিটর মাহবুব জুয়েল প্রমুখ।
সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে অংশ নেয় তিতুমীর কলেজের পড়ুয়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
বিশেষ অথিতির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতায় আগ্রহীদের লেগে থাকতে হবে । ধৈর্য হারা হওয়া যাবে না । আরেকটি বিষয় , অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) নির্বাহী পরিচালক মাসুম খান , বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির , সমকাল অনলাইনের প্রধান প্রতিবেদক যাকারিয়া ইবনে ইউসুফ , সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ ও বাংলাভিশন টেলিভিশনের সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। তারা সাংবাদিকতা ও উপস্থাপনার নানা বিষয়ে ক্লাস নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মশালার সনদ তুলে দেন অতিথিরা।
সংগঠনের সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ সঞ্চালনায় কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতায় পথচলা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। কর্মশালায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ , তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া , সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল প্রমুখ।
এমআই