মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক পুরস্কারে নির্বাচিত হয়েছেন সমিতির সদস্য রেদ্ওয়ান আহমদ। তিনি বর্তমানে বার্তা২৪.কম চট্টগ্রাম কার্যালয়ের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত চবিসাসের বার্ষিক সাধারণ সভা শেষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবিসাসের সাবেক নেতৃবৃন্দ।
এবার বছরব্যাপী ক্যাম্পাস সাংবাদিকতায় অবদান রাখায় অনুসন্ধান ও ফিচার ক্যাটাগরিতে ৪ জনকে পুরস্কার দিয়েছে চবিসাস। অন্যান্য পুরস্কার প্রাপ্তরা হলেন- অনুসন্ধান ক্যাটাগরিতে বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মোহাম্মাদ আজহার, ফিচার ক্যাটাগরিতে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ ও পূর্বদেশের শাহরিয়াজ মোহাম্মদ।
বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকের পুরস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করে রেদ্ওয়ান আহমদ বলেন, একজন শিক্ষার্থী, আবার সাংবাদিক হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতা কঠিন এক কাজ। তবুও, ভালোবাসা থেকে যুক্ত হয়েছি। ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে উঠে আসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হালচাল, খুঁটিনাটি। চবিসাসের ’বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক’ পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা। সেই সাথে শ্রদ্ধা ও ভালোবাসা সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও যারা আমার পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে সাহস যুগিয়েছিলেন।
এমআই