শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘিরে ১০ টাকার ভাড়া ২০০ টাকা!

মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪
রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘিরে ১০ টাকার ভাড়া ২০০ টাকা!

জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :

রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই খুদা অ্যাকাডেমিক ভবনে পরীক্ষা শেষে দাঁড়িয়ে ছিলেন পরীক্ষার্থী সালমান বিন শামস । দুপুরের কড়া রোদে প্রায় আধঘণ্টা অপেক্ষার পর একটি রিকশার দেখা পান। তড়িঘড়ি করে রিকশায় উঠে চালককে ক্যাম্পাসের স্টেশন বাজারে নিয়ে যেতে বললেন। এর জন্য রিক্সাচালক যাতায়াত ভাড়া চাইলেন ২০০ টাকা! আর ভাড়া শুনেই ওই ভর্তিচ্ছুর চক্ষু চড়কগাছ! 

এক কিলোমিটার দূরত্বের জন্য এতো টাকা ভাড়া হয় কীভাবে, তা জানতে চাইলেন সালমান৷ তিনি উত্তর দিলেন, 'আমার সামনে অন্য একজন রিক্সাচালক ২৫০ লিছে। আমি ২০০ লিলে সমস্যা কী?

আজ মঙ্গলবার  (৫মার্চ ) থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঠিক এভাবেই সালমানের মতো হাজারো শিক্ষার্থী আবাসন ব্যবস্থা, খাবার এবং যাতায়াত ভাড়া নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে রিক্সা ও অটো চালকদের দাবি, অতিরিক্ত যানজটের কারণে তারা ভাড়া বেশি নিচ্ছেন৷ 

এদিন সকাল থেকে রাবিতে স্নাতক প্রথম বর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে৷ ফলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লাখ লাখ ভর্তিচ্ছু। তাদের সঙ্গে অভিভাবক এবং আত্মীয়স্বজনও এসেছেন হাজার হাজার। এতেই রাজশাহী নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এক কিলোমিটার পথ পাড়ি দিতেই লেগে যাচ্ছে এক ঘণ্টারও বেশি।

চট্রগ্রাম থেকে পরীক্ষা দিতে এসেছেন আসিফ আহমেদ নামের এক ভর্তিচ্ছু। তিনি জানান, ভর্তি পরীক্ষা দিতে একাই এসেছেন। এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর তিনি রিকশায় ওঠার সুযোগ পান। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট থেকে শহীদ হবিবুর রহমান হলে যাওয়ার জন্য তার কাছ থেকে ২৫০ টাকা ভাড়া নিয়েছেন এক রিক্সাচালক৷ অথচ অন্য সময় এর ভাড়া থাকে মাত্র ১৫ টাকা৷ 

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইমন হাসান বলেন, ‘প্রতিবছরই পরীক্ষার সময় বেশি ভাড়া নেওয়ার বিষয়টা ঘটছে। সব রিক্সা, অটোরিক্সা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক চলাচল শুরু করার কারণে তীব্র যানজটও হয়। এই অজুহাত দেখিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। পরীক্ষার্থীরা আমাদের মেহমান। তাদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া উচিত নয়। এতে রাজশাহীর সুনাম ক্ষুণ্ন হবে। কিন্তু অতিরিক্ত টাকা ঠিকই নেওয়া হচ্ছে। প্রশাসন থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না৷'

জানতে চাইলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, 'আমাদের লোকসংখ্যা কম। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের সতর্ক করার জন্য। তারপরও আমাদের অগোচরে তারা ভাড়া বেশি নিচ্ছে। তারা হয়তো দুয়েক দিনে কয়েক টাকা বেশি আয় করতে পারবে কিন্তু তা  তাদের জন্য লজ্জাজনক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা যেন ভাড়া বেশি না নেয়।'

প্রসঙ্গত,  আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আগামীকাল 'এ' ইউনিট এবং 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ। এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল