আন্তর্জাতিক ডেস্ক:
প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের জন্য যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় আমেরিকান দ্বীপগুলোতে লাখ লাখ আমেরিকান মঙ্গলবার ভোট দিচ্ছে। 'সুপার-টিউজডে' হিসেবে অভিহিত এই মঙ্গলবার ডেমক্র্যাটিক ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়ে যাবে।
অনুমান করা হচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের নিজ নিজ দলের ব্যাপক সমর্থন পাবেন। আর এর ফলেই তারা নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারো পরস্পরের প্রতিদ্বন্দ্বি হতে পারেন।
বাইডেন কিংবা ট্রাম্প মঙ্গলবারের ভোট গ্রহণে প্রেসিডেন্ট পদের জন্য তাদের নিজ নিজ মনোনয়নকে চূড়ান্ত বলে হয়তো মনে করতে পারেন না।
তবে এই বছর গ্রীষ্মকালে দলের আসন্ন জাতীয় কনভেনশনে বাইডেন ও ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থন পাওয়ার জন্য পদক্ষেপ নেবেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রাইমারিতে তাদের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারেন।
ডেমক্র্যাটিক দল থেকে প্রতিযোগিতায় বাইডেনের কেবল নামমাত্র বিরোধিতা রয়েছে। তবে ট্রাম্পের সামনে একজন অবশিষ্ট চ্যালেঞ্জার রয়েছেন। আর তিনি হচ্ছেন জাতিসঙ্ঘে যুক্তরাষ্টের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
এই অবধি ট্রাম্প তাকে সকল অঙ্গরাজ্যের প্রাইমারি কিংবা ককাসে পরাজিত করেছেন। অবশ্য, হ্যালি রোববার ওয়াশিংটন ডিসিতে জয়লাভ করেছেন।
জাতীয় রাজধানীতে বিপুল সংখ্যক ডেমক্র্যাট রয়েছেন। কিন্তু ২,০০০ রিপাবলিকানের একটি ক্ষুদ্র দল ভোট দিতে যান। তারা এই প্রথম একজন নারীকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নে বিজয়ী করেন।
সময় জার্নাল/এলআর