এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি:
সাগরে জাটকা আহরণ থেকে বিরতকারি বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ হাজার ৩৩০ জন জেলে পরিবারের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৭৫ জন সুবিধাভোগী জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন, ইউপি সদস্য আব্দুস ছত্তার, আব্দুর রহিম মৃধা, আবু তাহের মিনা, কাওসার হোসেন, আবু বকর ফরাজী, সংরক্ষিত ইউপি সদস্য পারভীন বেগম, ফরিদা বেগম, জোসনা বেগম সহ স্থানীয় বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।
চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল শ্রেনীপেশার মানুষকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সাগরের ওপর নির্ভরশীল জেলে পরিবার মাছ ধরা থেকে বিরতকারি সময়ে তাদের খাদ্যসহায়তা প্রদান করে আসছেন।
প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যর জন্য এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সময় জার্নাল/এলআর