টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছাব্বির মাহমুদ ফয়সাল ও সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) মাভাবিপ্রবি থিয়েটার সিডিসি ক্লাবের নতুন কমিটির ঘোষনা করেন সংগঠনটির সাবেক সভাপতি মঞ্জুর হাসান।
সংগঠনটির সহ সভাপতি পদে মোহাম্মদ আসিফ হাওলাদার (টিই), অনিক ইসলাম অপু (রসায়ন) ও সাকিব হোসেন খান (টিই) নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল বাশার সৌরভ (অর্থনীতি) ও সোহেল সিদ্দীকী (রসায়ন), কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে তামিম তাজ (টিই), আব্দুল্লাহ আল নাঈম (রসায়ন), শফিকুল ইসলাম বাপন (টিই), মিথিলা ফারজানা (রসায়ন), দপ্তর সম্পাদক পদে মো. আসাদুজ্জামান জোসেফ (অর্থনীতি), উপ-দপ্তর সম্পাদক পদে উর্মি কর (রসায়ন), প্রচার সম্পাদক পদে প্রভাষ দাস (গণিত), উপ-প্রচার সম্পাদক পদে আসাদুজ্জামান শুভ (অর্থনীতি), কাহিনী ও সংলাপ বিষয়ক সম্পাদক পদে দিয়া বিশ্বাস (গণিত), সংগীত ও বাদ্যযন্ত্র বিষয়ক সম্পাদক পদে সাদিব হাসান সজিত (টিই),রূপসজ্জা বিষয়ক সম্পাদক পদে শুভ্রা পাল (রসায়ন), আলোকসজ্জা বিষয়ক সম্পাদক পদে জাবির নিলয় (পরিসংখ্যান), মঞ্চসজ্জা বিষয়ক সম্পাদক পদে শাহেদ বিন সুলতান (রসায়ন), ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক পদে মোঃ সেলিম হোসেন শিশির (অর্থনীতি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাকিব আলবি (টিই) নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির সদ্য সভাপতি দায়িত্ব পাওয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছাব্বির মাহমুদ ফয়সাল বলেন, ২০১১ সালে সংগঠিত ক্লাবটি দীর্ঘ এক যুগ পার করেছে। মাভাবিপ্রবি অন্যান্য ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রাচীন এই মাভাবিপ্রবি সিডিসি ক্লাবটি। আমি ক্লাবটির সকল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সিডিসি ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
সংগঠনটির সাবেক সভাপতি মঞ্জুর হাসান বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মাভাবিপ্রবি সিডিসি ক্লাবটির দীর্ঘপথ আরও সুদীর্ঘ এবং সুষ্ঠ হোক। ক্লাবটি আবেগের জায়গা। অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমন্ঞ্চে দর্শকদের মন মাতিয়েছে মাভাবিপ্রবি থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবটি।