সময় জার্নাল প্রতিবেদক : আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানীতে অননুমোদিত ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করেছ বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এছাড়া ঢাকায় আরও দুটি বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে এ তথ্য জানান দীপু মনি।
এর আগে বিকেল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
একই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর ধারা ১৩ অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদত্ত সাময়িক সনদে উল্লেখিত স্থানে/শহরের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা পরিচালনার কোনো সুযোগ নাই। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ওই শর্ত ভঙ্গ করে ঢাকা শহরে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের অনুমোদিত ভবন/ক্যাম্পাসের বাইরে অননুমোদিত ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব বিশ্ববিদ্যালয়কে অননুমোদিত ভবনসমূহ বন্ধ করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক বা জনসাধারণের সচেতনতার্থে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালেয়র নামের পাশে লাল তারকা চিহ্ন প্রদান করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতেও এসব বিশ্ববিদ্যালেয়র নাম উল্লেখ করা হয়েছে।'
অবৈধ ভবনে কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে দীপু মনি বলেন, 'ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনপূর্বক তদন্ত করার জন্য অতিসম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিটি গঠন করেছে। কমিটির কার্যক্রম চলমান। এছাড়া উল্লিখত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।'
শিক্ষামন্ত্রী বলেন, 'উত্তরা ও বনানীতে ইবাইস বিশ্ববিদ্যালয় দুটি অবৈধ ক্যাম্পাস এবং ঢাকা শহরের উত্তারায় দি ইউনিভার্সিটি অব কুমিল্লার একটি অবৈধ শাখা রয়েছে।'
সময় জার্নাল/এসএ