মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অকৃতকার্যের হার ৪৭.১১ শতাংশ।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে 'এ' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
এ বিষয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা জানান, 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলো ৭৭ হাজার ২৫৯ জন। এর মধ্যে পাস করেছে ৪০ হাজার ৮৮৯ জন। পাশের হার ৫৩.০৭ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১১০ এবং সর্বনিম্ন নাম্বার ৫২.৪৬। মোট অকৃতকার্য হয়েছে ৩৬ হাজার ৩৯৩ জন। অকৃতকার্যের হার ৪৭.১১ শতাংশ।
অধ্যাপক ড. রাশেদ মোস্তফা আরও বলেন, এবছর তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পেড়েছে। এবারের প্রশ্ন তুলনামূলকভাবে মানসম্মত ছিলো। পাশের হারও এবার বেড়েছে আগের থেকে।
উল্লেখ্য, 'এ' ইউনিটের অন্তর্ভুক্ত হলো, বিজ্ঞান জীববিজ্ঞান, ইইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত বিভাগসমূহ। মোট ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে আবেদন করে ৯৯ হাজার ৫২১ জন। এর মধ্য থেকে ৭৭ হাজার ২৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এমআই