জোবায়ের আহমদ , মাভাবিপ্রবি সংবাদদাতা:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে সিপিএস বিভাগের ২০ বছর পূর্তি এবং সিপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন পূর্নমিলনী আজ শুক্রবার দিনব্যাপি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
এই পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে সিপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের মধ্যে সকাল ৯ ঘটিকায় রেজিষ্ট্রেশন, স্যুভেনির সংগ্রহ এবং সকালের নাস্তা বিতরন করা হয়। সকাল ১০ ঘটিকায় সিপিএস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী সকলে র্যালীতে অংশগ্রহণ করেন। এর পরে বৃক্ষরোপন, কেক কাটা, বেলুন এবং পায়রা উড়ানো হয়। পরবর্তীতে অংশগ্রহণকারী অতিথি এবং শিশুদের ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। এজিএম শেষে দুপুরের খাবার বিতরণ করা হয়। এরপর দুপুর ২ ঘটিকায় আলোচনা এবং স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। তুলে ধরেন নানা জানা অজানা গল্প। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তমঞ্চে গান পরিবেশন করেন হৃদয় খান। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। আতশবাজিতে কেন্দ্রীয় খেলার মাঠ ঝলমলিয়ে উঠেছে।
পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, উপ উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, টাঙ্গাইল সদরের এমপি মো. ছানোয়ার হোসেন, সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুকসহ প্রমুখ।
পূনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মো. খালিদুজ্জামান বলেন, আজকের পূর্নমিলনীতে সাবেক-বর্তমানদের অংশগ্রহণে অনেক মধুর সময় কাটছে। আমার মনে পড়ে যাচ্ছে, ক্যাম্পাসে কাটানো সময়গুলো। এখানে এসে দেখা পেলাম একসাথে অনেকগুলো চেনা মুখ, অনেক পরিচিত ও নবীন মুখ। হয়তো চাকুরী জীবনের ব্যবস্তায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিমাখা জায়গাগুলোতে আসতে পারিনা। তবুও আজ আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে।
এমআই