লাবিন রহমান:
আজ ৯ মার্চ শনিবার মোহাম্মদ সেলিম ভূঁইয়ার একক আবৃত্তি সন্ধ্যা ''এসো হাত ধরি কবিতার" অনুষ্ঠিত হয়ে গেল। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রফেসর আহসানুল আলম পারভেজ চেয়ারম্যান, এন বি ই আর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন আশরাফুল আলম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রীয় শব্দ সৈনিক ও বাচিক শিল্পের প্রশিক্ষক।
প্রফেসর পারভেজ তার বক্তব্যে বলেন, আমার কবিতা মাটি ও মানুষের কবিতা। কবি তার কথা, তার ভাবনা, ভালোবাসার অনুভূতি প্রকাশ করে এ সমাজের মানুষদের জাগানোর চেষ্টা করে থাকে।
তিনি আরো বলেন কবিতার মাধ্যমে শুধু বন্দনা না করে মাটি ও মানুষের কবিতা লেখার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুবীক বসাক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গাজীপুর সিটি কর্পোরেশন। শামীম আহমেদ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
সময় জার্নাল/এলআর