বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার সার্ভিসের মহড়া

রোববার, মার্চ ১০, ২০২৪
ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার সার্ভিসের মহড়া

এহসান রানা,  ফরিদপুর  প্রতিনিধি: 

ফরিদপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার সহ অতিথিবৃন্দ।

এরপর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারি-পরিচালক মো: আসাদুজ্জামান, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহান।

পরে ফায়ার ফার্ভিসের সদস্যরা দুর্যোগে করনীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল