তাসনীমুল হাসান মুবিন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ হতে গতবারের ন্যায় আবারো ১লা রমজান থেকে চালু হতে যাচ্ছে "ছাত্রলীগের মেহমানখান।বিশ্ববিদ্যালয়ও আশপাশের রোজাদারদের জন্য এইবারও চালু করা হচ্ছে মেহমানখানা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রিয়েল সরকারের উদ্যোগে চালু করা হবে এই মেহমানখানা। চলবে পবিত্র রমজান মাসব্যাপী।
যেসব রোজদার শিক্ষার্থী কর্মচারী বাসার বাইরে ইফতার করেন তাদের জন্য খোলা হবে এই মেহমানখানা।
ব্যক্তিগত অর্থায়নে এই আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়েল।
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম সরকার রিয়েল বলেন,"স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে ছাত্রলীগ অগ্নিবীণা হাতে যেমন লড়তে পারে, তেমনি গণমানুষের দুর্যোগে-দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ দোলনচাঁপা হয়েও ফুটতে জানে।"
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেহমানখানায় ১লা রমজান থেকে মাসব্যাপী(রমজানে ক্যাম্পাস যতদিন খোলা থাকবে) সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ইফতার বিতরণ করা হবে।
যাদের প্রয়োজন তারা ছাত্রলীগের এই মেহমানখানায় আসতে দ্বিধাবোধ করবেন না। ছাত্রলীগের মেহমানখানায় আমরা আমাদের সাধ্যমত ইফতারের ব্যবস্থা করে রাখবো, যাদের প্রয়োজন হবে তারা সহজেই আমাদের 'সেকেন্ড গেইটে' অবস্থিত অস্থায়ী স্টলে এসে সংগ্রহ করতে পারবেন।
সময় জার্নাল/এলআর