বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রাবিতে' সি' ইউনিটের ফল প্রকাশিত

সোমবার, মার্চ ১১, ২০২৪
রাবিতে' সি' ইউনিটের ফল প্রকাশিত

জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।  এই ইউনিটের বিজ্ঞান ও অবিজ্ঞান শাখা থেকে যথাক্রমে ৩৭.৭ শতাংশ এবং ৭৬.৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। সোমবার (১১ মার্চ ) বেলা ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের  বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার । 

প্রকাশিত ফল অনুযায়ী ' সি' ইউনিটে বিজ্ঞান অনুষদ থেকে পরিক্ষার্থী ছিল মোট ৭৪ হাজার ৫৭৭ জন। পরিক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ৪৫৮ জন। পরিক্ষায় পাশ করেছে ২৮ হাজার ৯১ জন। ফেল করেছে ৩২ হাজার ৬ শত ৫৮ জন। এবারের 'সি' ইউনিটে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৯৬। অন্যদিকে অবিজ্ঞান মোট পরিক্ষার্থী ছিল  ১ হাজার ৭ শত ৭৮ জন। অনুপস্থিত ছিল ৮১ জন। পাশ হয়েছে ১ হাজর  ৩ শত ৬৮ জন। 

গত ৫ মার্চ  সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন রয়েছে ১ হাজার ৫৯৪ টি। এবার কোটাসহ মোট ৭৬ হাজার ৩শত ৫৫ জন  শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮২.১২ শতাংশ। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল