স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খোয়ানোর পর এবার ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল শ্রীলঙ্কা। অবশেষে আজ টস ভাগ্য সহায় হয়েছে সফরকারীদের।
এদিকে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার হয়েই। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে ৪২ টিতে জিতেছে লঙ্কানরা। অন্যদিকে টাইগারদের জয় ১০ ম্যাচে। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো লঙ্কানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলঙ্কা।
এমআই