নাটোর প্রতিনিধি
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রাক হেলপার অপরজন স্কুল ছাত্রী।
আজ বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে জাহিদ আলী (২৭) নামের এক হেলপার নিহত হয়েছেন।
অপরদিকে আজ সকাল পৌনে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
অপরদিকে নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত মারিয়াতুল জান্নাত সোনালী (১৫) নামের এক স্কুল ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর চারটায় সে রাজশাহী রয়েল হাসপাতালে মারা যায়। নিহত ছাত্রী সোনালী উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের মতিউল ইসলাম ও মাছুমা বেগম দম্পতির মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ শুক্রবার বিকালে মালঞ্চি-আড়ানী সড়কের নাসিরের মোড়ে নিহত সোনালী তার বাড়ি থেকে পাকা সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা এক মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ওই মোটর সাইকেল চালকসহ সোনালী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর। পরে তাকে মিশন হাসপাতালে এবং পরে গত ১১ মার্চ সোমবার রাজশাহী রয়েল হাসপাতালে তার মেরুদন্ডের অপারেশন করা হয়। বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরইউ