স্পোর্টস ডেস্ক:
দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার ফের মাঠে নামবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
কাল টাইগাররা সাগরিকায় লড়াইয়ে নামবে সিরিজ জয়ের মিশনে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দু’দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হতে পারে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে।
স্পিন নির্ভরতা কমিয়ে পেসারদের দিকে গত থেকেই ঝুঁকেছে বাংলাদেশ। পেয়েছে ইতিবাচক ফলও। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৫০ ওভারের আগেই অলআউট করে বাংলাদেশ, যাতে ১০ উইকেটের নয়টিই নেন পেসাররা। তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব প্রত্যেকেই পান তিনটি করে উইকেট। ব্যাট হাতে টপ অর্ডার ভেঙে পড়লেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের দুই সিনিয়র ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে সহজেই পাড়ি দেন জয়ের পথ।
টপ অর্ডারে লিটন দাস ও সৌম্য সরকারের ফর্মহীনতা ভাবাচ্ছে বাংলাদেশকে। তবে, বরাবরের মতো শান্ত সতীর্থদের পাশে রইলেন। সর্বশেষ ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘নতুন বলে ব্যাটিং করাটা বেশ কঠিন ছিল। তা ছাড়া, লঙ্কান বোলাররা খুব সুইং করাচ্ছিল এবং বল উইকেটে রাখছিল।’
ম্যাচের আগে বৃহস্পতিবার বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ক্রিকেটারদের মানসিকতার প্রশংসা করেছেন। বিশেষত, যেভাবে ব্যাটিং করেছিলেন মাহমুদউল্লাহ, তা নজরে পড়েছে হ্যাম্পের। এর পাশাপাশি তিন জানালেন, সবাই দায়িত্ব নিয়ে খেললে সিরিজ জেতা অসম্ভব নয়।
হ্যাম্প বলেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরেই উন্নতি করছি। শেষ ম্যাচে ক্রিকেটাররা নিজেদের কাজ ঠিকঠাকভাবে করেছে। আগামী ম্যাচেও সেই আশা থাকবে তাদের ওপর। দায়িত্ব নিয়ে খেলতে পারলে সিরিজ জেতা অসম্ভব নয়। দলগত পারফরম্যান্স সবসময়ই টিমকে শক্তিশালী করে তোলে। খেলোয়াড়দেরও নিজেদের ওপর আস্থা আছে।’
স্বাভাবিকভাবেই আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন করতে চাইবে না বাংলাদেশ। এ জন্য টাইগারদের দ্বিতীয় ওয়ানডেতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্তটি ভুল ছিল বলে স্বীকার করেছে শ্রীলঙ্কা। শিশির যে সমস্যায় ফেলবে সেটি বুঝতে পারেনি তারা। শিশিরের কারণেই বোলিংয়ে সমস্যায় পড়ছে বোলাররা। সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডের দলে পরিবর্তন আনতে পারে লঙ্কানরা।
শ্রীলঙ্কার অলরাউন্ডার জানিথ লিয়ানাগে বলেন, ‘এতটা শিশির আমরা কখনোই আশা করিনি। ৯২ রানে ৪ উইকেট পতনের পর আমরা ভেবেছিলাম সত্যিই ম্যাচ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে। কিন্তু শিশির যখন খেলায় প্রভাব ফেলে, তখন বল গ্রিপ করাটা বোলারদের জন্য সত্যিই কঠিন ছিল। কিন্তু তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
এমআই