চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে শাখা ছাত্রলীগের একাংশ।
শনিবার (১৬ মার্চ) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলা থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজকের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি বাস সার্ভিস এবং কলম বিতরণ করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি সাদেক হোসাইন টিপু।
ফ্রি বাস সার্ভিস কর্মসূচি নিয়ে সাদেক হোসাইন টিপু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের পাশে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২০২৩-২৪ সেশনের বন্ধুদের বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সবরকম সহায়তা ও তথ্য কেন্দ্র, আবাসন ব্যবস্থা, জয় বাংলা বাইক সার্ভিস, শিক্ষা সামগ্রী বিতরণ, সুপেয় পানি সরবরাহ, ফ্রি বাস সার্ভিস এবং অভিভাবকদের বিশ্রাম ব্যবস্থায় সহায়তা দিয়ে পাশে থাকে।
তিনি আরও বলেন, সেদিক দিয়ে আমরাও চবি ছাত্রলীগ এর পক্ষ থেকে পরীক্ষার্থী এবং অভিভাবকদের যাতায়াত সুবিধার জন্য ফ্রি বাস সার্ভিস এর ব্যবস্থা করেছি এবং শিক্ষা সামগ্রী বিতরণ করে পাশে রয়েছি। চবি ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর।
এমআই