জামালপুর প্রতিনিধি
'শান্তির জন্য পানি' এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব জনসন্মুকে তুলে ধরার লক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার কাউন্সিলর শাহীনুর ইসলাম, এমদাদুল হক জীবন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জামালপুর আয়োজিত শোভাযাত্রায় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শতাধীক লোক অংশ নেন।
বক্তারা বলেন ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পানি দূষণ বন্ধে প্রচলিত আইনের ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী, খাল, বিলসহ মুক্ত জলাশয় ভরাট না করে পানির স্বাভাবিক গতি প্রবাহ এবং মৎস্য আহরণ ও জলজীবদের নিরাপদ রাখতে হবে। বোতলজাত পানি ব্যবহারেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় পাত্রে একাধীকবার পানি ব্যবহারে মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। তাই এ ব্যপারে গণজাগরণ সৃষ্টি করা সকল মহলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আরইউ