এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
রমজান উপলক্ষ্যে ফরিদপুরে অসহায়, দরিদ্র ও মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করেন পুলিশ সুপার মো: মোর্শেদ আলম ও জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
শনিবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে এই ভিন্ন ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো: মোর্শেদ আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর বড় করে আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিল না করার বিষয়ে পরমর্শ দেন। গরিব মানুষের পাশে থেকে রোজার সময় সেহরী ও ইতফারি করতে বলেন প্রধানমন্ত্রী। তারই আলোকে শহরের প্রায় ৬শ অসহায় মানুষের সাথে তার এই ইফতারি আয়োজন।
এছাড়াও রমযান মাসের প্রথম দিন থেকেই জেলা পুলিশ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় মানুষকে সেহরী ও ইতফারির ব্যবস্থা করে যাচ্ছেন বলেও জানান।
মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী, অসহায় দরিদ্র মানুষ ও ভিক্ষুক এবং ছিন্নমূলদের আমন্ত্রন জানিয়ে তাদেরকে সাথে নিয়ে দোয়া ও ইফতারি করা হয়। পবিত্র মাহে রমজানে জেলা পুলিশের এমন আমন্ত্রনে ইফতার করতে পেরে অনেক খুশি তারা।
এমআই