নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুন লেগে একটি সুপারবোর্ড কারখানা জ্বলতে থাকার মধ্যেই রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার (২৪ মার্চ) বিকেল চারটা ৫ মিনিটে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রথম ইউনিট ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছে।
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে। রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকা, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে।
পরপর এসব অগ্নিকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এসব ঘটনায় নাশকতার কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি।
এমআই