নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার (২৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেওয়া হচ্ছে ৪ এপ্রিলের টিকিট।
আজ যারা টিকিট কিনবেন তারা ৪ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। আগামী ৩০ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে। অনলাইনেই মিলবে সব টিকিট।
যাত্রীদের টিকিট ক্রয় সহজ লভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।
ঈদের অগ্রিম ও ফেরার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম ও ফিরতি সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এ টিকিট রিফান্ড করা যাবে না।
এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট দেওয়া শেষে বরাদ্দ করা সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।
সময় জার্নাল/এলআর