মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা : মাত্র দেড় ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) ভোর রাত ৩টা ও ভোর রাত সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মকুন্দপুর গ্রামের ইমরান মোড়লের স্ত্রী আয়শা খাতুন (৩৬) ও শ্যামনগর উপজেলার রঘুনাথপুর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী সাহিদা খাতুন(৩৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন সদর হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হন আয়শা খাতুন। পরে নমুনা পরীক্ষা করে তার করোনা পজেটিভ ধরা পড়ে। আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত ৩ টার দিকে তিনি মারা যান।
এদিকে করোনা আক্রান্ত হয়ে শ্যামনগরের রঘুনাথপুর গ্রামের সাহিদা খাতুন ৩ জুন সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে দিকে তিনি মারা যান।
এনিয়ে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জুন পর্যন্ত মারা গেছে ৪৯ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২১২ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসেন সাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ