খালেদ হোসেন টাপু, (রামু) কক্সবাজার:
কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি তলাশী চালিয়ে ৭ কোটি ৫২ হাজার মূল্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ১ জনকে আটক করেছে ৩০ বিজিবি।
মঙ্গলবার (২৬ মার্চ)বিকেল সাড়ে ৩ টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবির অধিনস্থ রামু মরিচা যৌথ চেকপোস্টের টহল দল কর্তৃক মরিচ্যা যৌথ চেকপোষ্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিকে গোয়ালীয়া নামক স্থানে থামিয়ে তল্লাশি চালিয়ে এসব ক্রিস্টাল মেথ আইসসহ হেলাল উদ্দিন (২০) নামে ১ জনকে আটক করেন।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নেতৃত্বে একটি টহল দল মরিচ্যা যৌথ চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিকে গোয়ালীয়া নামক স্থানে থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে।
এ সময় তার কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১.৫০৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
আটক পাচারকারী উখিয়া টাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের পুত্র হেলাল উদ্দিন (২০)। আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সময় জার্নাল/এলআর