ফরিদপুর প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। সংশ্লিষ্ট সকল দপ্তর সজাগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে মন্ত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে এত বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, রমজানের প্রথম দিকে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলেও তার লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে সরকার।
মতবিনিময় অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকোশলী শহীদুজ্জামান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা শাসন দপ্তরের বর্তমান চিত্র ও আগামী দিনের পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় মন্ত্রী তার বক্তব্যে জনগণের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
আরইউ