নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে আগামীকাল সোমবার (১ এপ্রিল) সিদ্ধান্ত জানানো হবে।
রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
কমিটির সুপারিশ আগামীকাল সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন রমজানের ঈদে সরকারি কর্মচারীদের ছুটি মিলতে পারে টানা ১০ দিন। এর মধ্যে শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদে বড় বন্ধ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।
অপর দিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সাধারণত আমাদের দেশে ২৯ রমজান থেকে শুরু হয় তিন বা চারদিনের ঈদের ছুটি। সে অনুযায়ী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। এরপর ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি শেষে ফের অফিস শুরু হবে ১৫ এপ্রিল (সোমবার)। সেই হিসাবে ছুটি মিলছে ছয়দিনের।
এদিকে ঈদের ছুটির আগে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার। ৭ এপ্রিল (সোমবার) শবে কদরের বন্ধ থাকছে। মাঝে ৮ এপ্রিল এক দিন কর্মদিবস থাকছে সরকারি চাকরিজীবীদের। তাই এই দিন ছুটি নিলেই তারা একসঙ্গে কাটাতে পারবেন ১০ দিন।
এর আগে গত বুধবার (২৭ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ঈদুল ফিতরের ছুটি দুইদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
এমআই