এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে অনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা প্রাণিসম্পাদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজনে ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিএম আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা রাখি সাহা।
একদিনের এ প্রদশর্নী অনুষ্ঠানে গবাদী পশু পাখি, প্রাণিসম্পদ উন্নত প্রযুক্তি খাবার, দুধ ও দুগ্ধ জাতীয় পণ্য ২৫টি স্টল অংশগ্রহন করে।
সময় জার্নাল/এমআই