সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরের সাধারচরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মীম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় শিবপুরের দক্ষিণ সাধারচরে এ ঘটনা ঘটে।
মীম আক্তার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ের চলনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। আহতরা হলেন মীমের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, চরসিন্দুর থেকে সিএনজি যোগে মীম, তার বাবা , ফুফু ও চাচার সঙ্গে ঈদের কেনাকাটা করতে নরসিংদী যাচ্ছিলেন। পথে শিবপুরের সাধারচরের এশিয়া মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মীম।
শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা একজনের মৃত্যুর খবর পেয়েছি। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে, ট্রাকটি জব্দ করা হয়েঠেছ। পরবর্তী আইনানুগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
০১৭১৬৪৭০০০৩
সময় জার্নাল/এলআর