নিজস্ব প্রতিবেদক:
এক মাস সিয়াম সাধনার পর মুমিনের দুয়ারে হাজির পবিত্র ঈদুল ফিতর। মূলত মুমিন বান্দারা কঠোর সাধনার মাধ্যমে টানা ৩০ দিন যে সিয়াম পালন করেছেন সেটার প্রতিদান বা পুরস্কার প্রদানের জন্যই এই উপলক্ষ। এজন্য ঈদুল ফিতরকে বলা হয় পুরস্কারের ঈদ। আর পুরস্কারপ্রাপ্তি মানেই আনন্দের। ফলে ঈদুল ফিতর মুমিনের খুশির উৎসব।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন ঈদের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে এক কোটির বেশি মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে রাজধানী ঢাকা ছেড়ে দেশের নানা গন্তব্যে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এমআই