মো. মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ : অপহরণের ৮ মাস পর মুক্তাগাছা থেকে এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার হয়েছে। প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে মুক্তাগাছা থানাধীন মুজাটি বটতলা এলাকায় বিবাদী রায়হানের ভাড়া বাসা হতে ভিকটিম মুক্তাগাছা রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার মেশকাত জামাতের ছাত্রী জান্নাতুল ফেরদৌস সেতুকে (১৭) উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদেকুল ইসলাম জানান, গত বছরের ১৭ জুলাই সকালে মুক্তাগাছার পাড়াটঙ্গীপাড়ার মরহুম তুরাব আলীর কন্যা জান্নাতুল ফেরদৌস সেতুকে প্রতিবেশি আব্দুল লতিফের পুত্র রায়হান মিয়া বিয়ের প্রলোভনে বাড়ি থেকে নিয়ে যায়।
সেতুর মা নুরজাহান বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের পর মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে।
সেতুকে উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ভিকটিম জান্নাতুল ফেরদৌস সেতু বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তবে অপহরণকারী রায়হানকে গ্রেফতার করতে পারেনি জানান তিনি।
সময় জার্নাল/আরইউ