এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’। অসম্প্রদায়িক চেতনায় বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্য শুভ নববর্ষ উপলক্ষ্যে বাংলা নববর্ষ ১৪৩১ প্রথম দিন বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও উদিচী শিল্পগোষ্ঠির আয়োজনে পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, পান্তা ইলিশসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল সোয়া ৯টায় উদিচী শিল্পগোষ্ঠির মোরেলগঞ্জ শাখার আয়োজনে উদিচী কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। র্যালিতে এসময় নেতৃত্ব দেন উদিচী উপজেলার কমিটির সভাপতি বিভুতিভূষন পোদ্দার। সহযোগীতায় থানা প্রশাসন, র্যালিতে অংশগ্রহন করেন থানা অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন।
অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক এ সংগঠনটির উপজেলা সহ-সভাপতি শিক্ষক পারুল তালুকদার, ফারজানা বিথী, সাধারণ সম্পাদক প্রভাস দাস ডাবলু, সাংস্কৃতিক সম্পাদক শিব সজল যিশু ঢালী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ র্যালীতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে উদিচী কার্যালয়ে পান্তা ইলিশ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বর্নাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা রাসেল হাওলাদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খন্দকার মো. ওয়াদুদসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা,শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
অপরদিকে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিদ্যালয়ের সভাপতি মাষ্টার খ.ম লুফর রহমান, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান। #
সময় জার্নাল/এলআর