এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
যথাযথ শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার ( ১৭ই এপ্রিল) বেলা ১১:৩০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মোর্শেদ আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিটের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, প্রমুখ।
ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন এটি। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। এর আগে তা গঠন করা হয় ১০ এপ্রিল। পরে জায়গাটির নাম হয় মুজিবনগর। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র যুদ্ধে ১৬ই ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয়, তিনি তরুণ প্রজন্মকে মুজিব নগর দিবসে তাৎপর্য তুলে ধরেন।
এ সময় সরকারিও বেসরকারি দপ্তরের প্রধান গন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর দিবস উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমআই