আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল পাল্টা হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নাকচ দিয়েছে ইরান। তাদের দাবি, কোনো ক্ষেপণাস্ত্রের হামলা হয়নি। কয়েকটি ড্রোন এসেছিল, সেগুলো তারা গুলি করে প্রতিহত করেছে। তবে এ ঘটনায় ইরান এখনই প্রতিশোধ নেবে না বলে জানিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইরানে ইসরায়েলের হামলার খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরানের।’
নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা বলেন, ‘এই ঘটনাটি যে বিদেশি কোন উৎস থেকে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বাইরে থেকে কোনো আক্রমণের সম্মুখীন হইনি এবং চলমান আলোচনা হামলার চেয়ে অনুপ্রবেশের দিকেই বেশি ঝুঁকছে।’
এর আগে একজন ইরানি বিশ্লেষক দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছিলেন, ‘ইসফাহানে বিমান প্রতিরক্ষা দিয়ে যে মিনি ড্রোনগুলোকে গুলি করা হয়েছিল, সেগুলো ইরানের ভেতর থেকেই অনুপ্রবেশকারীরা উড়িয়েছিল।’
এমআই