সময় জার্নাল প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ।
রোববার দুপুরে বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এ সব কথা জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ।
ওবায়দুল কাদের বলেন, ‘মূল সেতুর ২৯১৭টি রোড ওয়ে স্ল্যাবের মধ্যে ২৬২৭টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।’
এসময় সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এসএ