যবিপ্রবি প্রতিনিধি:
সারাদেশে চলমান তাপদাহের কারণে ২১-৩০ এপ্রিল ক্লাস ও অফিস সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
নতুন সময় অনুযায়ী ক্লাস শুরু সকাল ৮টা এবং শেষ বেলা ১২ টা। তাই তাপদাহের কারণে নতুন পরিবহন সময়সূচী ঘোষণা করেছে যবিপ্রবির পরিবহন দপ্তর।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলমান তাপদাহের কারণে বিশ্ববিদ্যালয়ের অফিস চলার সময়সূচী সকাল ৮.০০টা থেকে বিকাল ২.০০টা পর্যন্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে পরিবহন নতুন সময়সূচী অনুযায়ী চলাচল করবে।
নতুন সময়সূচি অনুযায়ী সকালে ৭:২৫ ও ৮:২৫ ঘটিকায় পূর্ব রুট অনুযায়ী সকল গাড়ি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২:১০ ঘটিকায় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে শহরে (ক্যাম্পাস-মনিহার, ক্যাম্পাস-চাঁচড়া) ছেড়ে যাবে।
এরপর দুপুর ২:১০ মিনিটে পূর্বে রুট অনুযায়ী সকল গাড়ি ক্যাম্পাস থেকে শহরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। মার্কেট ট্রিপ বিকাল ৫.৩০ ঘটিকায় শহর থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে।
লাইব্রেরি ট্রিপ ও বৃহস্পতিবার আগের নিয়মে মার্কেটট্রিপ চলবে।
উল্লেখ্য ৩০ তারিখের পর যথারীতি পূর্বের সময়সূচী অনুযায়ী সকল গাড়ি চলাচল করবে।
সময় জার্নাল/এলআর