তিতুমীর কলেজ প্রতিনিধি:
আবহাওয়ার এই পরিস্থিতি অপরিবর্তিত বা অবনতি ঘটলে কলেজের শ্রেণি কার্যক্রম স্থগিত করা হলে ২৮ এপ্রিল থেকে স্ব স্ব বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখা হবে সরকারি তিতুমীর কলেজে। হয়ে অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ এপ্রিল) কলেজের ক্লার্ক মো: ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন। এছড়াও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয, সরকারি তিতুমীর কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণকে জানানো যাচ্ছে যে, সারাদেশের প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশ মোতাবেক ২৮,০৪,২০২৪ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খুলবে। তবে আবহাওয়ার এ পরিস্থিতি অপরিবর্তিত বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হয়ে কলেজের শ্রেণিকার্যক্রম স্থগিত করা হলে স্ব স্ব বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে চলমান রাখার জন্য বিভাগীয় প্রধানগণকে অনুরোধ করা হলো।
এমআই