মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল-২০২৪) সকাল ১০টায় দিনাজপুর শহরের লালবাগ ফুটবল খেলার মাঠে দিনাজপুর শহর জামায়াতের আয়োজনে এই ইস্তিসখার নামাজ অনুষ্ঠিত হয়।
ইস্তিসখার নামাজে ইমামতি করেন স্টেশন রোড আহলে হাদিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবু বকর।
ইস্তিসখার নামাজে দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মোঃ রেজাউল ইসলামসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইস্তিসখার নামাজের ইমাম মাওলানা মোঃ আবু বকর বলেন, মানুষ আল্লাহর পথ থেকে সড়ে পাপাচারে লিপ্ত হওয়ার কারনে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্য, খরা, বজ্রপাত, ভূমিকম্প, ভূমিধস এসব প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান সঠিকভাবে পালন ও রাসুল (সাঃ) প্রদর্শিত পথে চলতে হবে।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবার জীবনের সব গুনাহ-খাতাহ মাফ চেয়ে তার রহমত ও বরকত কামনা করে বৃষ্টির জন্য মুনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর