তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউটস এর তিন দিন ব্যাপী বার্ষিক তাবুবাস ও দীক্ষানুষ্টান শুরু হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) সকাল ৮টার সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন শাখা রোভার স্কাউটস এর সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং রোভার স্কাউটস এর ৭১জন সহচর।
এসময় শাখা সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, " এ অনুষ্ঠানে মূলত একজন মানুষ কীভাবে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয় তাদের প্রশিক্ষন দেওয়া হয়। সাথে কিছু কারিগরি শিক্ষা তাদেরকে হাতে কলমে শেখানো হয় যাতে করে তারা বিশ্বের যে প্রান্তেই যাক না কেনো তারা যেনো কখনোই নিজেদেরকে অযোগ্য মনে না করে, তারা যেন প্রত্যেকটি সমস্যা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে। আমরা তাদেরকে একজন নেতৃত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। দেশের সার্বিক উন্নয়নে তারা ভালো ভূমিকা রাখবে, দেশের যেকোনো ক্রান্তিকালে তারা তাদের সবটুকু দিয়ে এগিয়ে আসবে এজন্যই আমরা কাজ করছি। আজ প্রথম দিন। আগামীকাল দ্বিতীয় দিনে আমাদের মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় দিন দুপুরে দীক্ষার কাজ সম্পন্ন করা হবে।"
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, " স্কাউট মূলত দুটি লক্ষ্যে কাজ করে, আত্ম উন্নয়ন এবং সোসাইটি কে সার্ভিস প্রদান করা। আমরা সামনে এগিয়ে যেতে চাইলে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট ঘটাতে হবে। আগামীর বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, এখানে শুধু যোগ্যরা ই টিকে থাকবে। এ যোগ্যতা অর্জনের জন্য রোভার স্কাউট অনন্য ভূমিকা পালন করে। স্কাউটিং যারা করে তারা খুব স্মার্ট। তারা আধুনিক বিশ্বকে বুঝে। এডুকেশন এর পাশাপাশি তোমরা সব হিউম্যান বৈশিষ্ট্যকে ধারণ করবে।
আমরা যে পেশায় ই থাকি না কেন, আমরা সমাজের জন্য কাজ না করলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। স্কাউটিং এর মাধ্যমে তোমরা সমাজের জন্য কাজ করা শিখ। টিমওয়ার্ক ছাড়া ভালো কিছু সম্ভব না যেটা স্কাউটিং এ শেখানো হয়। আসলেই এমন মনোভাব তৈরি করতে পারলে তোমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।"
একে