ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্তদের ঠান্ডা শরবত পান করিয়েছে হাইওয়ে পুলিশ। বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীসহ অন্তত চার শতাধিক মানুষকে ঠান্ডা শরবত পান করানো হয়।
বৃহস্পতিবার (২৫ শে এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের ঠান্ডা লেবুর শরবত পান করানো হয়।
এ উদ্যোগের ব্যাপারে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ জানান, তীব্র তাপদাহে জনমনে একটু হলেও প্রশান্তি দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান এর নির্দেশক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাপদাহ চলাকালীন প্রতিদিনই বিভিন্ন স্থানে এ উদ্যোগ চালু রাখা হবে।
এমআি