আসুন আমরা ক্রন্দন করি
- মিজানুর রহমান কল্লোল
আসুন,আমরা বৃষ্টির জন্য ক্রন্দন করি
যে বৃষ্টি এখন আর পৃথিবীতে নামে না
আমরা ভালোবাসার জন্য ক্রন্দন করি
যে ভালোবাসাকে অপহরণ করা হয়েছে
সৃষ্টির শুরু থেকে
আমরা একজন শিক্ষকের জন্য ক্রন্দন করি
যে শিক্ষক আমাদের আলোর পথ
দেখাতেন সর্বদা।
একদা আমরা ক্রন্দন করেছিলাম গহীন জঙ্গলে হারিয়ে গিয়ে একটা পথ আবিষ্কারের জন্য
আমরা ক্রন্দন করেছিলাম এক টুকরো রুটির জন্য
এবং একটা স্বাধীনতার জন্য
ক্রন্দন করেছিলাম আকাশের সমস্ত নীল একটা দোয়াতে ভরে দেওয়ালে রঙিন পোস্টার লেখার জন্য।
আসুন,আমরা জীবনের জন্য ক্রন্দন করি
অঙ্কুরিত বীজের জন্য ক্রন্দন করি
মৃত্যুকে মুছে ফেলার জন্য ক্রন্দন করি
আমরা একজন সৈনিকের জন্য ক্রন্দন করি।
আমরাতো জানি বড়ো অদ্ভুত সময়ে শিশুদের হত্যা করা হয়েছে
আমাদের নারীদের হত্যা করা হয়েছে
হত্যা করা হয়েছে আমাদের স্বপ্ন এবং স্বপ্নের অধিক বাস্তবতাকে
আসুন,আমরা সবুজ এক গ্রহের জন্য ক্রন্দন করি
আমরা মানবতার জন্য ক্রন্দন করি
আমরা সাফল্যের জন্য ক্রন্দন করি।
মূলত এখন এমন এক সময় যখন হৃৎপিণ্ড ছাড়াই মানুষ মানুষের পরিচয় বহন করে
বৃক্ষের ডালে রোপণ করে হিংস্রতা আর খুনের বীজ
কারণে অকারণে মরে যায় আর জীবিত হয়
আর বেঁচে থাকে জীবন্মৃত হয়ে
এক অন্ধকার জগতে।
আসুন,আমরা এক প্রশস্ত নদীর জন্য ক্রন্দন করি
নিরপরাধ ফাঁসির আসামির মুক্তির দাবিতে ক্রন্দন করি
আমরা আমাদের স্বদেশের জন্য ক্রন্দন করি
বিপন্ন মানুষের জন্য ক্রন্দন করি
আমরা আমাদের স্ত্রী ও শিশুদের জন্য ক্রন্দন করি।।
সময় জার্নাল/এলআর