শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধীনে বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।
এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ১৩৪ জন শিক্ষার্থীর পরীক্ষা আসন ছিলো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরও আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ১০টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়। পাশাপাশি ছিলো জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের পরীক্ষার্থীদের সিট খোঁজা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় তৎপর থাকতে দেখা যায়।
পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে চট্টগ্রাম জেলা থেকে আগত ইমরিতা সরকার নামে এক শিক্ষার্থী বলেন, 'মোটামুটি হয়েছে তবে প্রশ্নে গণিত ছিলো বেশি। সব মিলিয়ে প্রশ্ন কঠিন হয়েছে বলে মনে হয়েছে।'
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, ‘এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানা যায় নি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে উপস্থিতির হার এখনো জানা যায় নি, গণনা চলমান আছে। উত্তরপত্র গণনা শেষ হলে জানা যাবে পরীক্ষার্থীর হার কত ছিলো।'
এমআই