ইবি প্রতিনিধি:
'এ' ইউনিট তথা বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার (২৭ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষাটি।
এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৯১.০৪ শতাংশ। 'এ' ইউনিট সমন্বয়কারী প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান প্রমুখ।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, 'আজকের পরীক্ষা মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়নি। উপস্থিতির হারও মোটামুটি সন্তোষজনক।
এমআই