সাইদ আহম্মদ, শেকৃবি প্রতিনিধি:
দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। আর এই তাপপ্রবাহ হতে মুক্তি, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন,এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ক্যাম্পাসকে শীতল রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রবিবার (২৮ এপ্রিল) বিকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কার্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয় সাথে সাথে সাধারন শিক্ষার্থী ও বাচ্চাদের মাঝে গাছ বিতরন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ- সম্পাদক মাহমুদ বিন সাজিদ খান, ছাত্রলীগ নেতা জুবায়ের ইসলাম সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মাহমুদ বিন সাজিদ খান বলেন, কেন্দ্র ঘোষিত ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজকের এই কর্যক্রম।
তীব্র তাপপ্রবাহ হতে রক্ষা পেতে এটি আমাদের প্রথম পদক্ষেপ।আমরা সামনেও এই রকম কার্যক্রম চালিয়ে যাবো।
সময় জার্নাল/এলআর